Largest online shopping portal in Bangladesh www.ibmartbd.com
![]() | |
| Largest online shopping portal in Bangladesh www.ibmartbd.com |
Largest online shopping portal in Bangladesh www.ibmartbd.com
পাইলস কি?
মলত্যাগের সময় বিভিন্ন প্রতিবন্ধকতা বা চাপের কারণে রেকটামের চারপাশে মাংসপেশিগুলো ফুলে ওঠা, ব্যথা করা রক্ত পড়া বা ঝুলে পড়াকে পাইলস্ বলে।
লক্ষণঃ
আগে বা পরে তাজা রক্ত পড়া বা নরম তুলতুলে মাংসপিণ্ড অনুভব করা। মলদ্বারে ব্যথা অনুভব, চুলকানি ও জ্বালাপোড়া থাকতে পারে।
করণীয়ঃ
উপরোক্ত লক্ষণসমূহ পরিলক্ষিত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। পাশাপাশি নিম্নোক্ত নিয়মগুলো মেনে চলতে হবে।
* প্রতিদিন খাবারের তালিকায় আঁশযুক্ত খাবার রাখতে হবে যেমন শাকসবজি ফলমূল ইত্যাদি।,
* তরল খাবার বেশি বেশি খেতে হবে
* দেহের ওজন স্বাভাবিক রাখতে হবে
পাইলস কেয়ার যে জন্য প্রযোজ্য ঃ
মলত্যাগের সময় মলদ্বারে ব্যথা অনুভব হয় অথবা হালকা রক্ত বের হয় বা পাইলস এর প্রারম্ভিক লক্ষণ পরিলক্ষিত হয় সে ক্ষেত্রে অত্যন্ত কার্যকর।
ব্যবহার বিধিঃ
সকালে ও রাতে খাবার পর এক বা দুই চামচ পাউডার পানির সহিত সেব্য।
Largest online shopping portal in Bangladesh www.ibmartbd.com

No comments:
Post a Comment